Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: প্রতিদ্বন্দ্বীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন পৌর নির্বাচনে সাতটি পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মেয়র নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বীতায়।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা) জেসমিন টুলী জানান, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ১৬২ জন মেয়র প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এতে সাতটি পৌরসভায় একজন করে প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তারা।

“সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি করে এই সাতজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। সেই সঙ্গে ইসিতে একটি বিবরণী পাঠাবেন। তারা সাতজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।”

এই সাত পৌরসভা ও নির্বাচিতদের নাম বিকাল নাগাদ জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ২৩৪টি মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৯২১ জন।

এর মধ্যে আওয়ামী লীগের ২৩৩ জন, বিএনপির ২১৯ জন এবং জাতীয় পার্টির ৭৩ জন রয়েছেন। বাকিদের মধ্যে স্বতন্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা আছেন বলে জেসমিন টুলী জানান।

মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মাঠ পর্যায় থেকে ইসি সচিবালয়ে পাঠানো তথ্য সমন্বয় করে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে সোমবার প্রতীক পেয়ে প্রচারে নামতে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

ইসি’র উপ-সচিব সামসুল আলম জানান, রিটার্নিং কর্মকর্তা সকালে প্রতীক বরাদ্দ দেবেন। দল মনোনীতরা দলীয় প্রতীক, স্বতন্ত্র মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত মেয়র প্রার্থীরা সংরক্ষিত তালিকা থেকে পছন্দের প্রতীক বরাদ্দ চাইবেন। একই প্রতীক একাধিক প্রার্থী চাইলে লটারি করবেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থী সংখ্যা বেশি হলে ইসির অতিরিক্ত তালিকা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এর পর থেকে প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রতিদ্বন্দ্বীরা।