খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: রেহামের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ও তার পরিবার নাকি রেহামকে রান্না করতে বাধ্য করতেন।
এমনকী তারা চাইতেন রেহাম সারাক্ষণ বাড়িতে থাকুক, ঘর সংসার সামলাক। বিবাহ-বিচ্ছেদের পর এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্বয়ং রেহাম।
তবে টেলিভিশনের এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ ওঠায় ইমরান দাবি করেন, তার বিরুদ্ধে যে সব রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনও ভিত্তি নেই। তাকে কালিমালিপ্ত করার জন্যই এই কাজ করা হয়েছে। তিনি কখনওই এ ধরনের কথা বলতে পারেন না বলে দাবি করেন ইমরান।
২০১৫-সালের জানুয়ারিতে বিবিসির সাবেক সাংবাদিক রেহাম খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমরান। দশ মাস কাটতে না কাটতেই গত ৩০ অক্টোবর রেহামের সঙ্গে ছাড়াছাড়ির কথা ঘোষণা করেন ইমরান।
এমনকী রেহামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইমরানের রাজনৈতিক ব্যাপারে তিনি নাকি নাক গলাতে শুরু করেছেন। এর পরই এক সাক্ষাৎকারে বিবাহ-বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে রেহাম তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনেন।