খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: এখন আমরা ভয়ঙ্কর অগণতান্ত্রিক ও স্বৈরশাসনের মধ্যে দিয়ে যাচ্ছি। ব্যক্তি স্বাধীনতা নেই, কথা বললে মামলার পর মামলা দেয়া হচ্ছে। এর জন্য কী ৩০ লাখ শহীদ প্রাণ দিয়েছেন। ২ লাখ মা-বোন ইজ্জত দিয়েছেন।
আজ সোমবার সকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধকে বিক্রি করছে। আর আমরা স্বাধীনতা ও গণতান্ত্রিক আকাক্সক্ষার জন্য লড়াই করছি। দেশে অবরুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে রিজভী সাংবাদিকদের বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটা থেকে বের হতে পারব- এটাই আজকের দিনে আমাদের অঙ্গীকার। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাঙালি জাতি যাতে মেধা-মননে-গণতন্ত্রে সামনের দিকে এগিয়ে যেতে না পারে সেজন্যেই স্বাধীনতার ঊষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়।