Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: কঠোর রক্ষণশীল রাষ্ট্র সৌদি আরবে প্রথমবারের মতো কোনো সিনেমা হল নির্মিত হতে যাচ্ছে।

দেশটির সিনেমা কমিটি রোববার ঘোষণা দিয়েছে বলে স্থানীয় এল আরাবিয়া সংবাদপত্র জানিয়েছে।

সৌদি আরবের সিনেমা কমিটি রাজধানী রিয়াদে দেশের প্রথম সিনেমা হলটি নির্মাণের ব্যাপারে প্রাথমিকভাবে সমঝোতামূলক একটি চুক্তিতে সই করেছে।

এল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমা হলটিতে প্রদর্শিত ছবির বিষয়বস্তু ইসলামিক, ঐতিহ্যবাহী এবং সৌদি আরবের মূল্যবোধের অনুগামী হবে।

ধর্মীয় কারণে সৌদি আরবে কোনো সিনেমা হল নেই। কিন্তু দেশটির যুব সম্প্রদায়ের অনেকেই সিনেমা হলের মতো সুবিধার দাবিতে প্রচারণা চালিয়ে আসছেন।

সৌদি আরবে প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিয়েছেন নারীরা। এমন কি স্থানীয় এই পৌর নির্বাচনে নারীরা প্রার্থীও হয়েছেন।

রোববার ঘোষিত এই নির্বাচনী ফলাফলে ১৭জন নারী নির্বাচিতও হয়েছেন।

ঠিক এমন পরিস্থিতিতেই দেশটিতে প্রথম সিনেমা হল নির্মাণের ঘোষণা এল।