খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫ : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর নির্বাহী কমিটির ৬৪৬তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্জ আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মোঃ সানাউল্লাহ সাহিদ, পরিচালকবৃন্দ আলহাজ্জ ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, আলহাজ্জ আনোয়ার হোসেন খান, আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ, আলহাজ্জ মহিউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ সেতাউর রহমান এবং জনাব মোঃ মনজেরুল ইসলাম উপস্থিত ছিলেন।