খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: ব্যক্তি পকেটমার হলেও তার সব মানবিক গুণ যে হারিয়ে যায়নি, সেটাই প্রমাণ হলো ফ্রান্সের এক ঘটনায়। সেখানে এক পকেটমার স্টেশনে দীর্ঘক্ষণ চেষ্টা করে ট্রেনের জন্য অপেক্ষারত এক মদ্যপ ব্যক্তির পকেট মারে।
পরে পকেটমার খেয়াল করল যার পকেট তিনি মেরেছেন সেই ব্যক্তি ট্রেন লাইনের ওপর হোঁচট খেয়ে পড়ে গেছেন। এদিকে ট্রেন দ্রুত গতিতে এসে গেছে। পকেটমার এসব দেখে দৌড়ে গিয়ে ওই ব্যক্তিকে ট্রেন লাইন থেকে টেনে তুলে আনেন।
পুরো ঘটনাটি প্লাটফর্মের সিসি ক্যামেরায় বন্দি হয়ে আছে। পরে এই ভিডিও ইউটিউবে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে। পুলিশ ওই
পকেটমারকে খুঁজছে।