খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫: ব্যক্তিমালিকানাধীন গাড়ি, জিপ এবং মাইক্রোবাস মালিকদের কাছ থেকে অগ্রিম কর (ট্যাক্স) নেয়া কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার হাইকার্টের বিচারপতি হাসান আরিফ ও জেএন দেব এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ সাঈদ, সাকিনা বেগম ও আবুল কাশেম।