Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫: অঝও জঅঋওছনাজমা হক, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা ১৩টি সোনার বার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে বেনাপোল পোর্টথানার এএসআই রফিককে আসামি করে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মামলাটি রেকর্ড করা হয়।
এএসআই রফিক নড়াইলের তেরখাদা গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, পোর্ট থানার পুলিশের এএসআই রফিকসহ ও পুলিশের অপর দুই সদস্য সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ১৩টি সোনার বারসহ ওই গ্রামের সাইদুর মল্লিকের ছেলে রেজাউলকে (২৮) আটক করে থানায় নিয়ে আসেন। পরে সন্ধ্যার পর থেকে এএসআই রফিককে আর পাওয়া যাচ্ছিলো না।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে এএসআই রফিক পালিয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।