খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫: রাজধানীতে নকশা বহির্ভূতভাবে কার পার্কিংয়ের স্থানে দোকান বা অন্য স্থাপনা নির্মাণ করা রাস্তার পাশের ভবনের তালিকা ৬০ দিনের মধ্যে দিতে বলেছে হাই কোর্ট।
রাজধানী উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।
রুলে নকশা বর্হিভূতভাবে গড়া এসব স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
পূর্ত সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, রাজউক চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ঢাকায় যানজট নিরসনে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী সোমবার রিট আবেদনটি করেন, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।
আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।
শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঢাকায় যানজট চরম আকার ধারণ করেছে।রাজউকের প্ল্যান বর্হিভূত রাস্তার পাশে ভবন মালিকেরা কার পার্কিংয়ের স্থলে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান চালু করে গাড়িগুলো রাস্তায় পার্কিংয়ের ব্যবস্থা করেছে।
গুলশান, বনানী ও বারিধারায় ২০৮ জনের অবৈধ স্থাপনার তালিকা করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে আদালতকে বলেন তিনি।