Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44 মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫: জ্যান্ত অবস্থায় কবর দেওয়ার কথা ভাবলেই যেন গা শিউড়ে ওঠে। তার ওপর আবার মারা যাওয়ার পর কেমনভাবে সাজগোজ করা হবে, দেখতে কেমন লাগবে এবং কি জামা পরবেন; কখনও কি তা ভেবে দেখেছেন? মৃত্যুর পর যে জামা পরবেন এখন থেকে তা কিনেও রেখে দিতে পারেন।

জাপানের প্রচলিত একটি ফেস্টিভ্যাল হল ‘শাকাতসু ফেসতা’। শাকাতসু কথার অর্থ হল মরার জন্য প্রস্তুতি। অন্ততপক্ষে ৫ হাজার মানুষ এই ফেস্টিভ্যালে যোগদান করেছিলেন। এমনকি কোন কফিনের সঙ্গে কোন জামা ম্যাচ করবে সেটাও দেখে নিলেন তাঁরা। কীভাবে? মৃত্যুকালীন জামা পরে কফিনের ভেতর চোখ বুজে শুয়ে নিজেদের ফটো তুললেন। এই ফেস্টিভ্যালে মোট ৫০টি কফিন কোম্পানি এসে যোগ দিয়েছিল।

জামা-কাপড় এবং কফিন দেখার পাশাপাশি মৃত্যুর মেকআপও করে দেখে নিলেন তাঁরা। মৃত্যুর সময় ঠিক কি ধরনের চুলের স্টাইল থাকবে এবং মেকআপ ঠিক কি ধরনের থাকলে মরার সময় সব থেকে ভালো লাগবে দেখতে এই ফেস্টিভ্যালে যোগদান করে তাও দেখে নিলেন তাঁরা। সব থেকে বড় কথা হল জন্মের পর থেকেই তো নিজেদের সুন্দর দেখানোর জন্যই এতো খরচা করে থাকি আমরা। তাহলে মৃত্যুর সময় ভালো দেখতে না লাগলে কেমনভাবে চলবে! ২৪ ঘণ্টা