Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: নিরাপত্তায় হুমকির মুখে বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের স্কুলগুলো।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ হুমকির বিষয়টি নিশ্চিত করে জানায়, ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট একটি হুমকি পেয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

তবে ঠিক কি ধরনের হুমকি পাওয়া গেছে বা হুমকিটি কতটা মারাত্মক সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান স্টিভেন জিপারম্যান বলেন, “(মঙ্গলবার) সকালে আমরা একটি ‘ইলেক্ট্রনিক হুমকি’ পেয়েছি, যেখানে আমাদের স্কুলগুলোর নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।”

“এর পরিপ্রেক্ষিতে আমরা আজ স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে চাই।”

ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের একজন মুখপাত্র বলেন, হুমকি পাওয়ার পর তারা ‘সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণ করেছেন।

“পথিমধ্যে থাকা স্কুল বাসগুলোকে ডিপোতে ফিরিয়ে আনা হয়েছে।”

ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এলাকা। এ এলাকায় নয়শ’র বেশি স্কুলে প্রায় ছয় লাখ ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস থেকে মাত্র ৬০ মাইল পূর্বে সান বের্নারডিনোতে একটি সরকারি সেবা কেন্দ্রে অস্ত্রধারী এক দম্পতির হামলায় ১৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়।