খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু’র মুক্তির দাবিতে লালবাগ থানা বিএনপির একটি মিছিল বিজয় দিবস র্যালিতে অংশ গ্রহণ করেছে।
বুধবার বেলা তিনটায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত র্যালিতে এই ব্যানার দেখা যায়। এ ব্যানারটিতে লেখা ছিলো “লালবাগ থানা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু’র নিঃশর্ত মুক্তি চাই, দিতে হবে।” বিজয় র্যালিতে লালবাগ থানার এই ধরনের ব্যানালে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীরাও ব্যানারটি দেখে অবাক হন।
গত ৩ মে রোববার বেলা ১২ টা ২০ মিনিটেরাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু।