Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

62খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীককে বঙ্গবভনে দাওয়াত দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি নিজেই এই তথ্য জানিয়ে বলেন, আজকে (বুধবার) বিকেল পৌনে তিনটার দিকে। যারা আমাকে গেইট (বঙ্গভবন) থেকে ফেরত পাঠিয়েছেন উনাো তো হুকুমের তামিলকারী। এসএসএফ-এর ক্যপ্টেন এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট হুকুমের তামিল করেছেন। আমাকে বলা চলে যেতে, আমি চলে এসেছি। প্রতিবছর স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস ও দুই ঈদে মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও মন্ত্রীসহ বিশিষ্টজনদের সঙ্গে রাষ্ট্রপতি বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেই ধারাবাহিকতায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে সেখানে বিজয় দিবসের দিন আমন্ত্রণ জানানো হয়। ইবরাহিম আরো বলেন, বলেন, আমি ১৯৮০ সাল থেকে প্রতিবছর বঙ্গবভনে চারবার দাওয়াত পাই। স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও দুটি ঈদ মিলে চার দিন সেখানে দাওয়াত করা হয়। আমি একলা না, অন্য আরও অনেকেই পান। সেই রকমভাবে আজকের জন্যও দাওয়াত পেয়েছিলাম। আমার পরিচয়ের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হল- বীর প্রতীক, দ্বিতীয়টি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, তৃতীয়টি একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান।