Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: গুগল সার্চ ইঞ্জিনে ২০১৫ সালে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গুগল বছরে সবচেয়ে বেশিবার অনুসন্ধানকৃত ওয়েবসাইটগুলোর তালিকা প্রকাশ করেছে। সারাবিশ্বের মতো বাংলাদেশেরও আলাদা ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিতে দেশ থেকে খোঁজা হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গতবারের মতো এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুসন্ধান দ্বিতীয় অবস্থানে রয়েছে। একনজরে ২০১৫ সালে বাংলাদেশে যা খোঁজা হয়ে হয়েছে-

১.এসএসসি রেজাল্ট ২০১৫

২এইচএসসি রেজাল্ট ২০১৫

৩.জিক্লাসএডমিশন ডট গভ ডট বিডি

৪.আইসিসি বিশ্বকাপ ২০১৫

৫.আইপিএল ২০১৫

৬ক্রিকবাজ ডট কম

৭.কোপা আমেরিকা ২০১৫

৮.বজরঙ্গি ভাইজান

৯.এনটিআরসি

১০.প্রেম রতন ধন পায়ো