খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: বহু বছরের চেষ্টার পর বিশ্বে প্রথম ‘টেস্ট টিউব’ কুকুরছানার জন্ম হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।
ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতি ব্যবহার করে এ কুকুরছানা জন্মদানে সফল হয়েছেন নিউ ইয়র্কের কর্ন্যাল বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন ডিসি’র স্মিথসোনিয়ন ইন্সটিটিউশনের গবেষকরা।
নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি স্ত্রী কুকুরের গর্ভে ১৯টি ভ্রুণ প্রবেশ করান। নির্দিষ্ট সময় পর ওই কুকুরটি সাতটি স্বাস্থ্যবান ছানার জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয়টির ভেটেরেনারি মেডিসিন বিভাগের অ্যালেক্স ট্রাভিস বলেন, “১৯৭০ সাল থেকেই বিজ্ঞানীরা আইভিএফ পদ্ধতিতে কুকুরের ছানা জন্ম দেওয়ার চেষ্টা করছিলেন। এর আগে প্রতিবারই তারা ব্যর্থ হন।”
আইভিএফ পদ্ধতিতে গবেষণাগারে একটি পরিপক্ক ডিম্বানুকে শুক্রাণু দিয়ে নিষিক্ত করা হয়, যেখান থেকে একটি ভ্রুণের জন্ম হয়। পরে সেই ভ্রুণ যথাসময়ে স্ত্রী প্রাণীর গর্ভে স্থাপন করা হয়।
সর্বসাম্প্রতিক এ সফলতার ফলে কুকুর প্রজাতির প্রাণী যেগুলো বিপন্ন বা বিলুপ্তির পথে সেগুলো সংরক্ষণের দ্বার উন্মুক্ত হল। একইসঙ্গে মানুষ এবং প্রাণীর রোগের বিরুদ্ধে লড়াইয়েও এ সফলতা কাজে আসবে বলেই অভিমত কর্ন্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের।
এছাড়া, জিন-এডিটিং পদ্ধতি ব্যবহার করে কুকুরের জন্মগত রোগ নির্মূল এবং জন্মগত রোগ নিয়ে গবেষণার পথও এর মধ্য দিয়ে প্রসারিত হল।