Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ শহীদদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ রাষ্ট্রপতির কাছে যুদ্ধাপরাধীদের ক্ষমার সুযোগ বাতিল করার দাবি জানিয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে এ দাবি জানান।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি জোবায়দা হক অজন্তা, ডা. সুব্রত ঘোষ, যুগ্ম-সম্পাদক আজহারুল ইসলাম অপু, দফতর সম্পাদক আহমাদ রাসেল, সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ আনিসুর রহমান, সৈয়দ আবু সাঈদ নাঈম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক শেখ আবু তাহের প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতে অভিযুক্ত মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমার সুযোগ বাতিল করতে হবে।

তারা ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে নির্বিচারে মানুষ হত্যাকারী, নারী নির্যাতনকারী, অগ্নিসংযোগকারী যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

নেতৃবৃন্দ এদেশীয় দালাল, রাজাকার, আল-বদর ও আল-শামস সদস্যদের বিচারের রায় কার্যকরের পাশাপাশি ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান।

তারা বর্বর পাকিস্তানের সঙ্গে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এদেশে পাকিস্তান দূতাবাস বন্ধেরও দাবি জানান।