Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫: চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের পর ছাত্রবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় শতাধিক আসামির বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

চকবাজার থানার এস আই মো. কামাল বুধবার রাতে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করেন।

এ থানার এসআই শম্পা হাজারী জানান, অস্ত্র আইনের মামলায় চারজন এবং বিস্ফোরক আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৯০ থেকে ৯৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার তল্লাশির সময় কলেজ থেকে আটক ৪০ জনের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে এসআই শম্পা জানান।

ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে তল্লাশির সময় চারটি কিরিচ, তিনটি পিস্তলের গুলির খোসা, বিস্ফোরকের কৌটা ও ছয়টি হকিস্টিক উদ্ধার করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বন্দর নগরীতে মুখোমুখি অবস্থানে থাকা চট্টগ্রাম কলেজ ও মুহসিন কলেজ দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে রয়েছে। কলেজের ছাত্রাবাসগুলোতেও অন্য ছাত্র সংগঠনের তৎপরতা নেই।

বুধবার বিজয় দিবসের দিনে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয় ছাত্রলীগকর্মীরা। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শূরু হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের পর বিকালে কলেজ কর্তৃপক্ষ চারটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।