খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায়ও তা বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীর বদলগাছিতে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এসময় রংপুর ও রাজশাহীর অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে বিরাজ করছে।
সিলেট ও খুলনা বিভাগের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
তবে ঢাকা ও খুলনায় বিভাগে ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। নেত্রকোনায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
অধিদপ্তরের ২৪ ঘণ্টা পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ ও বদলগাছি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
রাজশাহীর বাকি এলাকা এবং টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলে তা বিস্তার লাভ করতে পারে, বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস মিলেছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস টেকনাফে। এসময় ঢাকায় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
ডিসেম্বর মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম।জানান, এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুয়েকটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসয়িাস) এবং মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।