Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫: পাকিস্তানে আশ্রয় নেয়া যুদ্ধাপরাধীদের ঐতিহাসিক শিমলা চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর নতুন সদস্যদের প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলছে। এখানে পাকিস্তানের মন্তব্য অনাকাঙ্খিত। ঐতিহাসিক শিমলা চুক্তি অনুযায়ী পাকিস্তান ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার করতে চেয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে ব্যবস্থান নেয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সিআইডি পুলিশের প্রধান হেমায়েত উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুজ্জামান, শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।