খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫: আসন্ন পৌর নির্বাচনে নির্বাচনী বিধি লংঘনকারী উল্লেখ করে তথ্যমন্ত্রী ও ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী সরকারী ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ও সংশ্লিষ্ট প্রশাসনকে শক্ত পদক্ষেপ নেওয়ারও আহবান জানানো হয়।
এতে বলা হয়, ময়মনসিংহ ফুলপুর উপজেলায় দুই মন্ত্রীর পৌর নির্বাচন উপলক্ষে পথসভায় অংশ নেওয়ার বিষয়ে গত ৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন দেখে এ নোটিশটি পাঠিয়েছেন।
তিনি বলেন, এই দুইমন্ত্রী পৌর নির্বাচনের বিধি লংঙ্গন করে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়। পত্রিকার প্রতিবেদন দেখে আমি এ লিগ্যাল নোটিশটি পাঠিয়েছি। আশা করছি, নোটিশের বিষয়টি আমলে নেবে নির্বাচন কমিশন।
এর আগেও পৌর নির্বাচনে‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার জন্য সেনা মোতায়েনের বিষয়েও এই আইনজীবী একটি লিগ্যাল নোটিশ পাঠান। সে নোটিশে ৭২ ঘন্টার সময় দিয়েছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও উচ্চ আদালতে মামলা করেন নি জুলফিকার আলী। তিনি(আইনজীবী) বলেছেন ইসি বলেছে এই মুহুর্তে এ নির্বাচনে সেনা মোতায়েন করার প্রয়োজন নেই। তিনি বলেন, ইসি বলেছে প্রয়োজনে ইসি এ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করবে।
পৌর নির্বাচন স্থগিত চেয়ে ও এ নির্বাচনের ঘোষিত তফসিলের ত্রুটির বিষয় চ্যালেঞ্চ করে তিনি(আইনজীবী) হাইকোর্টে একটি রিট আবেদন করেন, সে আবেদনের শুনানী শেষ হয়েছে আগামী ৩ জানুয়ারী আদেশ দেবেন আদালত। যদিও চলতি মাসের ৩০ তারিখে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।