Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫: সড়কপথে জুড়ে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। রামায়ণ অনুসারে সমুদ্রের ওপর পাথর ফেলে সেতু নির্মাণ করে রাবণের লঙ্কারাজ্যে পৌঁছেছিলেন শ্রীরামচন্দ্র। সেই পথে এবার সত্যি সেতু তৈরি হতে চলেছে। গতকাল বুধবার লোকসভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি। তার সঙ্গে ভারত থেকে শ্রীলঙ্কা যাওয়ার একটি টানেলও তৈরি করা হবে।

অর্থাৎ ছুটিতে ষড়হম ফৎরাব-এ সোজা শ্রীলঙ্কা। দক্ষিণ ভারতের রামেশ্বরম থেকে এই সেতু শ্রীলঙ্কা যাবে বলে জানিয়েছেন নীতীন গড়কড়ি। এই সেতু তৈরির পুরো টাকাটাই দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রেমেসিংঘের সাম্প্রতিক ভারত সফরের সময় নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে এই বিষয়টি চুড়ান্ত করেন। বর্তমানে গাড়িতে রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা যেতে ৪৫ ঘণ্টা সময় লাগে। তার মধ্যে বেশ খানিকটা জলপথ পেরোতে হয়। আর প্লেনে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা।

এই সেতু ও টানেল নির্মাণের কাজ সম্পূর্ণ হলে এই সময় অনেকটাই কমিয়ে আনা যাবে। জানা গেছে, পুরো প্রকল্পের জন্য খরচ পড়বে আনুমানিক ২৪,০০০ কোটি টাকা। কেন্দ্রে ক্ষমতায় এসে প্রথম থেকেই অপঃ ঊধংঃ নীতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সচেষ্ট হয় মোদি সরকার। ভারত-শ্রীলঙ্কার মধ্যে এই সেতু তাঁর সেই নীতিরই রূপায়ণ।