Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: রাজধানীর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় সুমাইয়া (১৩) নামে এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুমাইয়ার বাড়ি পটুয়াখালীর সদরে।

সে পাঁচ মাস ধরে দারুস সালামের ১০নম্বর রোডের মহিবুল্লাহ’র বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো।

দারুস সালাম থানার ডিউটিরত অফিসার এসআই মাসুদ মিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সুমাইয়াকে উদ্ধার করা হয়। ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্মী মরিয়ম প্রায়ই সময় সুমাইয়াকে মারধর করতো। আশপাশের মানুষজন সুমাইয়ার চিৎকার প্রায়ই শুনতে পেত। বৃহস্পতিবার স্থানীয় লোকজন খবর দিলে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এসময় সুমাইয়ার মুখে খুনতির দাগ, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। অভিযুক্ত গৃহকর্তা মহিবুল্লাহ ও গৃহকর্মী মরিয়ম পলাতক রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। মামলা নং-৩৪।