Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এ ছয়টি পণ্য যে কোনো পরিমাণ সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, ওই ছয়টি পণ্য ২০ কেজি বা তার চেয়ে বেশি পরিমাণ হলে পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ছিল। বর্তমান নির্দেশনা জারির ফলে এখন থেকে এ ছয়টি পণ্য যেকোন পরিমাণ ব্যবহারের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাটের মোড়ক দ্বারা পণ্য মোড়কজাতকরণ ও পাটজাত মোড়কের ব্যবহার, বিতরণ, উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে ২০১৪ সালের ৫ ফেব্র“য়ারি জারি করা গেজেটের প্রজ্ঞাপনের অনুচ্ছেদ (২) এ ‘২০ কেজি ও তদুর্ধ্ব’ শব্দ বাতিল করা হল। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ৫ নম্বর ধারা অনুযায়ী গঠিত উপদেষ্টা কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই আইনের ৭(৩) ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হলো।

২০১৪ সালের ৫ ফেব্র“য়ারি জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির ক্ষেত্রে ‘২০ কেজি ও তদুর্ধ্ব পরিমাণ পণ্য মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে নেমে পাটের বস্তার বাড়তি চাহিদা মেটাতে গত ২ নভেম্বর প্রথমে এক মাসের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পরের মাসে এক নির্দেশনায় মন্ত্রণালয় বলে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকবে।