খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিপণিবিতানের দোকানিদের মারামারির ঘটনায় দুই শ জনকে আসামি করে মামলা করেছেন এক ব্যবসায়ী।
মহানগর পুলিশের ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সাগর জানান, আনোয়ার হোসেন স্বপন নামের ওই ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে নিউ মার্কেট থানায় এই মামলা দায়ের করেন। মামলায় দুই শ জনকে আসামি করা হলেও কারও নাম উল্লেখ করা হয়নি।
এজাহারে বলা হয়েছে, ঢাকা কলেজ ও এর আশপাশের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দেড় থেকে দুই শ জন ওই এলাকার ব্যবসায়ী ও হকারদের ওপর হামলা করে, বলেন রুহুল আমিন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে সহকারী পুলিশ কমিশনার বলেন, একজন ছাত্র আহত হয়েছেন। তার বাবা মামলা করার জন্য থানায় আসবেন বলে শুনেছি। তিনি এলে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কলেজের বিপরীত পাশে ধানমণ্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পাশের অন্য বিপণিবিতানের কিছু কর্মীও ধানমণ্ডি হকার্স মার্কেটের সহকর্মীদের সঙ্গে যোগ দেয়। এ সময় উভয় পক্ষ পরস্পরের দিকে ইট ছুড়তে থাকে।
এক সাংবাদিকের মোটরসাইকেলসহ চারটি বাইক আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। সংঘর্ষের কারণে মিরপুর সড়কে এক ঘণ্টার বেশি সময় গাড়ি চলাচল বন্ধ থাকে। পুলিশ পরে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য।
সংঘর্ষের সূত্রপাতের জন্য শিক্ষার্থী এবং ধানমণ্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা পরস্পরকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষার্থী ও দোকানকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাড়ি কেনাকে কেন্দ্র করে তর্কাতর্কি থেকে এই সংঘর্ষ বাঁধে।