খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: লন্ডনে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ থেকে রেহাই পেয়েছেন সৌদি এক ধনকুবের। তবে, যে যুক্তিতে আদালত তাকে খালাস দিয়েছে, সেটা স্থানীয় গণমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযুক্ত এহসান আব্দুল আজিজ নামে এই ব্যবসায়ী দাবি করেছেন, তিনি তার বাসায় ঘুমন্ত তরুণীটির গায়ের ওপর যখন দুর্ঘটনাবশত পড়ে যান এবং তখন তার লিঙ্গ হয়ত আন্ডারপ্যান্ট থেকে বের হয়েছিল।
“আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু কিছুই ঘটেনি, মেয়েটির সাথে কিছুই হয়নি”, মি: আব্দুলআজিজ আদালতে বলেন।
৪৬ বছর বয়স্ক বিবাহিত ও এক সন্তানের পিতা আব্দুল আজিজ-এর বিরুদ্ধে লন্ডনের সাদার্ক ক্রাউন কোর্টে অভিযোগ আনা হয়েছিল যে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেছিলেন। কিন্তু এহসান আব্দুলআজিজ এই অভিযোগ অস্বীকার করেন।
ব্রিটেনের দ্য ডেইলি মেইল পত্রিকা বলছে। আব্দুল আজিজ ২৪ বছরের তরুণীটিকে চিনতেন প্রায় সাত মাস ধরে। এই ব্যাবসায়ী তার বান্ধবীকে অভিজাত লন্ডনের এক অভিজাত নৈশক্লাবে আমন্ত্রণ জানান। আঠারো বছরের ওই তরুণী এবং তার একজন ২৪ বছরের বান্ধবী আব্দুল আজিজ-এর সঙ্গে দেখা করেন। সেখানে তিনি দুই তরুণীকে মদ কিনে দেন। এবং এরপর তাদের নিজের গাড়িতে করে বাসায় পৌঁছে দেবেন বলে প্রথমে পশ্চিম লন্ডনে তার বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে যান।
নিজের ফ্ল্যাটেও তিনি দুই নারীকে আরো মদ্য পানীয় খেতে দেন। এবং এই সময়ে তিনি ২৪ বছরের তরুণীকে নিজের শোবার ঘরে নিয়ে যান তার শয্যাসঙ্গিনী হবার জন্য।
আঠারো বছরের তরুণী সেই সময় ওই ব্যবসায়ীর বসবার ঘরে সোফায় ঘুমচ্ছিলেন। খুব ভোরবেলা ব্যবসায়ী তাকে ধর্ষণ করার চেষ্টা করেন বলে ওই তরুণীটি অভিযোগ করেন,
লন্ডনের দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকা বলেছে, আব্দুলআজিজ ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন তরুণীটিই তাকে উত্তেজিত করার চেষ্টা করেছিল এবং অন্তরঙ্গ হতে উৎসাহ যুগিয়েছিল।
আদালতে তিনি আরো দাবি করেন যে তরুণীটির টানাটানিতে তিনি তার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে যান এবং ‘দুর্ঘটনাবশত’ শারীরিক যোগাযোগ ঘটে।
বিবিসি