খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: দেশে তথাকথিত একটা পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
নোমান বলেন, প্রতিদিনই আমাদের পক্ষ থেকে সংবাদিক সম্মেলন করে এই নির্বাচনে বিধিমালা ভঙ্গের কথা বলা হচ্ছে। কিন্তু সেই সম্পর্কে নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যাথা নেই। কারণ সরকারের আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন এই নির্বাচন করছে।
তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি- পৌর নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না। এতে জনগনের মতামতের প্রতিফলন ঘটবে না। ওই ৫ জানুয়ারি (২০১৪ সাল) নির্বোচনের মতো আরেকটা প্রহসনের নির্বাচন তারা করছে।
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা দাবি করে বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে শতকরা ৮০ ভাগ পৌরসভায় মেয়র পদ আমরা পাবো আশা করি, ইনশাআল্লাহ।
এ আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে অনুষ্ঠানের শুরুতে ঘোষণা দেয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এবং যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পরিচলনায় এতে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন
আহমেদ বীরপ্রতীক, কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবুল হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসইন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেন, ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ।