খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: গত সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশী দর হারিয়েছে বি আইএফসির। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৮.৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে গড়ে প্রতিদিন বি আইএফসির ২ লাখ ৩১ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এ কোম্পিানির ৯ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৭.৪৩ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৬.৩২ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ১৫.৫৮ শতাংশ, বঙ্গজের ১৫.২৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৩.৫০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ১২.২৩ শতাংশ, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১০.৯৮ শতাংশ এবং হাক্কানি পাল্পের ১০.১৩ শতাংশ দর কমেছে।