Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: বার্থরুমের সামনে অনেকেই লম্বা লাইন দিয়ে আছে! বিস্ময় হবার কিছু নেই এই লম্বা লাইন প্রাকৃতিক কাজ সাড়ার জন্য নয়, টয়লেটের ভেতরটা দেখার জন্যই ওই লম্বা লাইন দিয়ে ভিড় করছে দর্শনার্থীরা। ঠিক যেন স্বপনই জাপানে এমন এক টয়লেট মিউজিয়ামের সন্ধান পাওয়া গেছে। সেখানে বাথরুমে ঢুকলেই আপনাআপনি খুলে যাবে ঢাকনা। ভরে যাবে ব্যাকটেরিয়া বিনাশী পানির ফোয়ারায়। জ্বলে উঠবে ঝকঝকে আলো। এটাই সর্বাধুনিক জাপানি প্রযুক্তির টয়লেট। যার নাম- টোটো।

যাতে গা গরম করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে যন্ত্রের মাধ্যমে গরম পানিতে ম্যাসেস করানোর ব্যবস্থা। রয়েছে এয়ার কন্ডিশনার। পানির তাপমাত্রা ও চাপ বাড়ানো-কমানোর ব্যবস্থা। রয়েছে এয়ার ড্রায়ার। রয়েছে সুবাস ছড়ানোর জন্য ‘পাওয়ার ডিওডোরাইজার’। সঙ্গে রয়েছে সুন্দর, সুরেলা মিউজিক ‘ওতোহিমে’ শোনার ব্যবস্থাও। এমনকী, অটোম্যাটিক সেন্সরও।

শুধু এই সর্বাধুনিক টয়লেটই নয়, একেবারে আদ্যি কালের বাথরুম থেকে হালের ‘টোটো’, সব রকমের বাথরুম নিয়ে জাপানে ৩ মাস হল চালু হয়েছে টয়লেট মিউজিয়াম। যা বানাতে খরচ হয়েছে ৬ কোটি মার্কিন ডলার। চালু হওয়ার পর গত ৩ মাসে দেশ, বিদেশ থেকে কম করে ৩০ হাজার মানুষ এসে ঘুরে গেছেন এই টয়লেট মিউজিয়াম। যারা এই সর্বাধুনিক টয়লেট বানিয়েছে, সেই সংস্থা ‘টোটো’ ইতিমধ্যেই এমন ৪ কোটি টয়লেট বানিয়ে বিভিন্ন দেশে পাঠিয়েছে।