খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: অবশেষে আগামী ফেব্রুয়ারিতে চালু হতে যাচ্ছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামেলি হাসপাতাল পর্যন্ত অংশ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্লাইওভারের বাকি দুটি অংশ চালু হবে আগামী অক্টোবরের মধ্যেই। তবে নির্মাণের এ পর্যায়ে এসে এখনো ফ্লাইওভারের কোন কোন অংশে নকশায় পরিবর্তন আনছেন সংশ্লিষ্টরা।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, কাজ শুরুর আগে বিশেষজ্ঞ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক ভিত্তিতে আলোচনা না করায় অনেক ত্রুটি থেকে যাওয়াতেই এখন এই সংশোধনী আনতে হচ্ছে।
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাজ হচ্ছে তিনটি ভাগে। এর মধ্যে তেজগাঁও সাতরাস্তা অংশে ফ্লাইওভারের অগ্রগতি চোখে পড়ে। তেজগাঁও থেকে শুরু হয়ে মগবাজার মোড়ের উপর দিয়ে এই অংশটি নেমে গেছে হলি ফ্যামিলি হাসপাতালের পাশে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ডাব্লিউ-ফোর নামে এই অংশ গাড়ি চলাচলের জন্যে আগামী ফেব্রুয়ারিতেই খুলে দেয়া হবে। এপ্রিলের মধ্যে কাজ শেষ হবে ডাব্লিউ-সিক্স বা বাংলামোটর-মগবাজার-মৌচাক অংশের। আর সর্বশেষ ডাব্লিউ-ফাইভ বা শান্তিনগর-মালিবাগ-রাজারবাগ অংশে যানচলাচল শুরু হবে ডিসেম্বরের আগেই বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
তবে ফ্লাইওভারের সব কাজ যখন গুছিয়ে আনা হচ্ছে, তখনো কোন কোন অংশে চলছে পরিবর্তন। যেমন এফডিসির গেটের সামনে ফ্লাইওভার থেকে নামার র্যাম্পটি এখন রেল লাইনের উপর দিয়ে সোনারগাঁ হোটেল পর্যন্ত বাড়ানো হচ্ছে। শুরুতেই ভেবে চিন্তে পরিকল্পনা করা হলে শেষ মুহূর্তে এরকম সংশোধনী আনতে হতো না বলেই মনে করছেন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।
তবে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলছেন, মেট্রোরেলের রুট সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকায় মূল নকশায় এটি এফডিসি গেট পর্যন্ত রাখা ছিলো।
ভিডিও সময় টিভি