খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: পাকিস্তানের ইসলামাবাদে তিন বছর বয়সী একটি শিশুর বিরুদ্ধে জমি দখল ও সম্পদ চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে।
ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে ওই মামলা নথিভূক্ত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়, ওই মামলার পর শনিবার আদালতে আগাম জামিনের আবেদন করে শিশুটির পরিবার।
আদালত ইসলামাবাদ পুলিশের এ কাণ্ডে অসন্তুষ্টি প্রকাশ করে এবং এ ক্ষেত্রে আগাম জামিন আবেদন করা যাবে কিনা সে বিষয়ে চাইল্ড লিগ্যাল কাউন্সিলের মত জানতে চায়।
কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, যদি এফআইআর এ শিশুটির কোনো নমিনীর কথা (নাম) উল্লেখ থাকে তবে আগাম জামিন চাওয়া যাবে।
আদালত শালিমার পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ওই মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশও জারি করেছে।