খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: একটি টয়লেটে সন্দেহজনক বস্তু পাওয়ার পর দিক পরিবর্তন করে কেনিয়ার বন্দর শহর মোম্বাসার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এয়ার ফ্রান্সের একটি বিমান।
কেনিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন, রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে।
বিমানক্রুরা টয়লেটে ওই সন্দেহজনক বস্তুর উপস্থিতির কথা ক্যাপ্টেনকে জানালে তিনি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
কেনীয় পুলিশের মহাপরিদর্শক যোসেফ বোইনেত নিজের ট্যুইটার একাউন্টে বলেন, মরিশাস থেকে প্যারিস অভিমুখি বোয়িং ৭৭৭ বিমানটি রাত ১২টা ৩৭ মিনিটে (স্থানীয় সময়) মোম্বাসার মোই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এর ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু-কে নিরপদে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরো জানান, নৌবাহিনীর বোমা বিশেষজ্ঞরা ও ডিরেক্টরেট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের (ডিসিআই) তদন্তকারীরা সন্দেহজনক ওই বস্তুটি সরিয়ে নিয়ে তাতে বিস্ফোরক আছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা করছে।