খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: সরকারের ‘চাওয়া-পাওয়ার’ প্রতি লক্ষ্য রেখে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ফাইল ছবি (রিজভী) রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, “ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে অবিরাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন সর্তক করা ছাড়া আর কোনো পদক্ষেপেই গ্রহণ করতে পারেনি।
“সরকারের চাওয়া-পাওয়ার প্রতি লক্ষ্য রেখেই তাদের (নির্বাচন কমিশন) যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কমিশন চুপচাপ থাকায় মনে হয়, তারা দায়িত্ব এড়াতে চাচ্ছেন।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে পৌর নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের প্রচারণায় বাধা প্রদান, নির্বাচনী মিছিলে হামলাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
রিজভী অভিযোগ করেন, গত চব্বিশ ঘণ্টায় ঝিনাইদহের কালিগঞ্জ, বরিশালের বাকেরগঞ্জ, রাজশাহীর তাহিরপুর, কাটাখালী, বাগেরহাটের মোড়লগঞ্জ, কুষ্টিয়া, চট্টগ্রামের মিরেরসরাই, ফেনীর রাবৈয়ারহাট, ভোলা, কুমিল্লার লাকসাম, কিশোরগঞ্জের বাজিতপুরসহ বিভিন্ন স্থানে বিএনপি দলীয় প্রার্থীদের মিছিলে আওয়ামী লীগ হামলা চালিয়েছে।
এছাড়া এসব এলাকায় নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টার ছিড়ে ফেলাসহ নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, “পৌর নির্বাচনী এলাকায় পরিকল্পিতভাবে ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে এক ভয়াল পরিবেশ সৃষ্টি করছে। উদ্দেশ্যে একটাই- ভোটারশূন্য নির্বাচন অনুষ্ঠিত করে দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো যে, আওয়ামী লীগের গলায়ও নির্বাচন ও গণতন্ত্রের তাবিজ ঝুলে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, শিরিন সুলতানা, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, রফিক শিকদার প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।