খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের লেনদেন কমলেও আজ আবার ঘুরে দাঁড়িয়েছে।সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন বৃদ্ধির পাশাপাশি অধিকাংশ মূল্যসূচকের ক্ষেত্রে চাঙ্গাভাব ফিরে এসেছে।
ডিএসইতে আজ ৩১৯ টি কো¤পানির ৭ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৩২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৪৭ কোটি ৯০ লাখ ৪৯ হাজার ৭৩৮ টাকা। যা আগের দিনের চেয়ে ৬১ কোটি ৩১ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯.৩৪ পয়েন্ট কমে ৪৫১১.৫৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.১১ পয়েন্ট কমে ১৭১৪.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.৬৩ কমে ১০৮৮.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৯ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, শাশা ডেনিম, কেডিএস এক্সসোরিজ, ডেল্টা লাইফ ইন্সুঃ ও কেপিসিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: এপেক্স ফুডস, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল(প্রাণ), বীচ হ্যাচারী, জেমিনি সি, সোনার বাংলা ইন্স্যু., মেট্রো স্পিনিং, এমারেল্ড অয়েল, ইসলামী ইন্স্যু. ও এপেক্স ফুট।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- রিজেন্ট টেক্স, ৫ম আইসিবি, মোজাফ্ফর হোসেন স্টিল মিল, সিমটেক্স, গ্রামীণ-১, আমান ফিড, পদ্মা লাইফ, সুহৃদ ইন্ড্রা. টুং হাই ও প্রাইম টেক্স।