খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: রিভারপ্লেটের সমর্থকরা সম্ভবত আগেরদিন থেকেই দু’হাত তুলে ধরে প্রার্থণা করছিল, যেন মেসি এবং নেইমার খেলতে না পারেন। কিন্তু তাদের সেই প্রার্থনা যে কবুল হয়নি তা ম্যাচ শুরুর খানিক আগেই বোঝা গিয়েছিল। রিভারপ্লেট কর্মকর্তারাও সম্ভবত পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছিলেন। লুইস সুয়ারেজ তো আগে থেকেই ছিলেণ। সঙ্গে যোগ হলেন মেসি-নেইমার। এমএসএন জুটি ফর্মে থাকলে যে কোন দলের জন্যই যে তা মহা দুশ্চিন্তার সেটা আলাদাভাবে না বললেও চলে।
সেটাই দেখা গেলো ম্যাচে। জাপানের ইয়োকোহামা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই রিভারপ্লেটের গোলমুখে একের পর আক্রমণ করতে থাকে। যার ফলে ৩৬তম মিনিটেই গোলের দেখা পেয়ে গেলো বার্সা। বার্সার দুই প্রানভোমরা, নেইমারের হেড থেকে বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত এক শটে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের জালে বল জড়িয়ে দেন লিওনেল মেসি।
১-০ ব্যবধানেই শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয়।