খোলা বাজার২৪, সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: একদিকে যখন ভারত জুড়ে অসহিষ্ণুতা বার্তা ছড়াচ্ছে আনাচে-কানাচে। তার মধ্যেই সহিষ্ণুতার নজির গড়তে চলেছে পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুরা। আগামী ২৪ ডিসেম্বর তাঁরা একটি সভার আয়োজন করে মুহাম্মদের প্রতি শ্রদ্ধা জানাবে ও এই বর্তা প্রচার করবে যে ইসলাম আসলে শান্তির ধর্ম।
অল পাকিস্তান হিন্দু রাইটস মুভমেন্টের চেয়ারম্যান হারুন সরবদিয়াল জানিয়েছেন, ইসলাম যে শান্তিপূর্ণ সেই বার্তা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে এই সভা থেকে। সংগঠনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে পাকিস্তানের সব ধর্মের, সব রাজনৈতিক দলের মানুষ এই সভায় অংশগ্রহণ করতে পারেন।
এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে সরবদিয়াল জানিয়েছেন, ‘ধর্মীয় বিভেদ এখন আর শুধুমাত্র কোনও নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নেই। এটা এখন গোটা বিশ্বের সমস্যা। তাই এখনই প্রত্যেক ধর্মের বার্তাগুলোকে স্পষ্ট করা দরকার। এই উদ্যোগে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সংখ্যালঘু বিভাগের মন্ত্রী আবিবুর রহমান।