Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: বিজয় দিবস হকিতে আবারও হেরেছে নারায়ণগঞ্জ।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার রক্তিম সংঘের কাছে নারায়ণগঞ্জের হারটি ৭-১ গোলে।

জয়ী দলের মাকসুদ আলম হাবুল করেন দুটি গোল। এছাড়া ইশান, রুবেল, রায়হান, আব্দুস সাজ্জাদ জন, তাবিব এ নুর একটি করে গোল করেন।

নারায়ণগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন আপন।

আগের দিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কাছে ১২-০ গোলে হেরেছিল নারায়ণগঞ্জ। আর বাংলাদেশ বিমানবাহিনীর কাছে ৬-০ গোলে হেরেছিল রক্তিম সংঘ।