খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: বাড়ি ভাড়া বেশি হওয়ার কারণে অনেক তরুণ সঠিক সময়ে বিয়ে করতে পারছে না।
সৌদি আরবের সমাজকল্যাণ সমিতি পরিচালিত এক জরিপে উঠে এসেছে যে, ৯৩ শতাংশ সৌদি পুরুষ নাগরিক বেশি বাড়ি ভাড়ার কারণে বিয়ে করতে দেরি করেন এছাড়া অতিরিক্ত ব্যয়ের কারণেও তাদের বিয়ে করতে দেরি হয়।
সৌদি আরবের পুরুষরা নানা কারণেই বিয়ে করতে দেরি করেন। তবে অতিরিক্ত বাড়ি ভাড়ার কারণে সবচেয়ে বেশি দেরি করেন তারা। দেখা যায়, জরিপটি আল-রিয়াদ পত্রিকায় বোরবার প্রকাশিত হয়।
সমাজকল্যাণ সমিতির চেয়ারম্যান সালেহ আল-আমেরি বলেন, তরুণ-তরুণীদের বিয়েতে সবচেয়ে বড় বাধা উ”চ বাড়ি ভাড়া ও বিয়েতে অতিমাত্রায় খরচ।
সালেহ বলেন, তরুণ প্রজš§কে বিয়ে এবং পরিবার গঠনে আমাদের সমিতি সবসময়ই সহযোগিতা করবে। কিন্তু আমাদের একার হাতে এটা সম্ভব না। এই সমস্যা সমাধান ও দেশের তরুণ প্রজš§কে সাহায্য করতে বেসরকারিখাতের প্রতি অনুরোধ জানিয়েছেন সালেহ।