Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: ফিফা সভাপতি জেপ ব্লাটার ও উয়েফা প্রধান মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরণের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ফিফার এথিক্স কমিটি তদন্ত শেষে সোমবার নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তের কথা জানায়।

দীর্ঘ এই নিষেধাজ্ঞার কারণে ফুটবল প্রশাসক হিসেবে ৭৯ বছর বয়সী ব্লাটারের ক্যারিয়ার শেষ হয়ে গেল।

১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার আগামী ফেব্র“য়ারির সভাপতি নির্বাচনের আগেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

সুইস এই কর্মকর্তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল ফ্রান্সের সাবেক ফুটবল তারকা ৬০ বছর বয়সী মিশেল প্লাতিনিকে।

২০০৭ সাল থেকে ইউরোপের ফুটবলের দায়িত্বে থাকা প্লাতিনি আর সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

গত ২৯ মে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার কদিন পরেই ফিফাকে ঘিরে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন ব্লাটার।

গত অক্টোবরের শুরুতে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন প্লাতিনি। তার কদিন পরেই ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সংস্থাটির এথিক্স কমিটি। এই কমিটি দুজনকে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে।

ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ, নয় বছর আগে ব্লাটার ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দিয়েছিলেন। দুজনই অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।