খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: জেলার সোনারগাঁও এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় পাঁচজন আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে মধ্য চরহোগলার বালুরঘাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির মেম্বার বাহিনীর সঙ্গে নাসির মেম্বারের বোন জামাই ইমাম হোসেন বাহিনীর দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুরে চর হোগলার বালুরঘাট এলাকায় নাসির মেম্বার বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইমাম হোসেন বাহিনীর লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় গুরুত্বর আহত হন জামাল হোসেন (৩৮)। পরে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। হামলায় আহত অন্যান্য পাঁচজন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের পর থেকে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।