খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহবুুব-উল-আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কারণ গতদিনের বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন তা খুবই বিকৃত এবং অরুচিপূর্ণ।
সোমবার বিকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তিনি একথা বলেন।
হানিফ বলেন, খালেদা জিয়ার বিশ্রাম প্রয়োজন। তিনি ক্ষমতার লোভে মানসিক ভারসাম্য হারিয়ে কখন কি বলছেন, সেটি তিনি নিজেই বুঝতে পারছেন না। কোন কথাটি বলা যোক্তিক এবং সমীচিন সে বোধ শক্তি তিনি হারিয়ে ফেলেছেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ক্ষমতার লোভে এতই অন্ধ হয়ে গেছেন এবং এতই অসহায় হয়ে পড়েছেন যে এখন তিনি ব্যক্তিগত ভাবে মিথ্যাচার এবং উন্মাদের মত আচারণ করে যাচ্ছেন। গতকালের বক্তব্য উন্মাদের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হয় না।
হানিফ বলেন, গতকাল খালেদা জিয়া প্রধানমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন তা যদি তিনি সুস্থ এবং স্বাভাবিক মস্তিষ্কে দিয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তার চিকিৎসা করে সুস্থ করা প্রয়োজন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি চিকিৎসা নিয়ে অতিদ্রুত সুস্থ হয়ে আসুক। কারণ একটি দলের নেতৃত্ব দিতে হলে মানসিক ভারসাম্যের প্রয়োজন।