Thu. Aug 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: তিন দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের উদ্দেশে সোমবার ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সফরে মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিমূলক বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খালিফার আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। মন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

সফরকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আল খালিফাসহ দেশটির অন্য নেতাদের সঙ্গে মাহমুদ আলীর দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফর শেষে ২৪ ডিসেম্বর তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

অন্যরকম