খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: চীনের জিলিন প্রদেশে অবশ্য শুধু ঠান্ডা পড়েইনি, তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। আর এই মাইনাস তাপমাত্রায় পোল ডান্স করলেন সুন্দরী নর্তকীরা। হ্যাঁ, অবশ্যই তার কারণও আছে। সুন্দরীদের দাবি, পশুচর্ম দিয়ে তৈরি সোয়েটার, জ্যাকেট নিষিদ্ধ হোক। তাঁদের অভিযোগ, পশুদের উপর নির্মম অত্যাচার বিশ্বজুড়ে সীমা ছাড়িয়েছে। ছাংচুনের এই মাইনাস তাপমাত্রায় পোশাক খোলা তো দূরের কথা, উপস্থিত দর্শকরা এক একজন গায়ে গরম জামা চাপিয়েছিলেন অগুন্তি। পারফরম্যান্স হয়েছিল খোলা জায়গাতেই।
সেখানেই তাঁদের প্রতিবাদী নাচ দেখতে হাজির হওয়া দর্শকদের সংখ্যাও নেহাত মন্দ ছিল না। স্মার্টফোনের সাহায্যে ফ্রেমবন্দি করছিলেন তাঁরা। তবে বিষয় যাই হোক, সুন্দরীদের সাহসের প্রশংসা করতেই হবে। যেখানে গরম পোশাক পরেই মানুষজন ফ্রিজ় হয়ে পড়ছেন। সেখানে প্রায় উন্মুক্ত পোশাকে তাঁদের পোল ডান্স নিঃসন্দেহে বার্তা পাঠাবে বিশ্ববাসীর কাছে। তবে প্রকৃতির বিরুদ্ধে গেলে, কিছু তো প্রতিদান পেতেই হবে। উদ্দাম পারফরম্যান্সের পরে হিমায়িত ঠান্ডায় অসুস্থও হয়ে পড়লেন কয়েকজন সুন্দরী পোল ডান্সার।