খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি যেকোনো পণ্যের অ্যাম্বাসেডর করা মানে সেটির মান বেড়ে যাওয়া। তবে এমন এক বস্তুর সঙ্গে মেসির নাম জড়িয়েছে যেটা এই তারকা কিছুতেই চাইবেন না।
নিউইয়র্ক থেকে তিন মিলিয়ন ডলার মূল্যমানের কোকেনের ‘ইট’ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ১১০ পাউন্ড ওজনের ৫০ টি কোকেন ইট এর শরীরে সুন্দর করে রোমান হরফে লেখা ‘মেসি’।
গত বৃহস্পতিবার মার্ক সোটো (২৩) ও হারবার্ট গাম্বস (২২) বছর বয়সী দুই তরুণ মেসির নামাঙ্কিত এই কোকেনের ইট নিউইয়র্ক থেকে ম্যাসাচুসেটসে নিয়ে যাচ্ছিলেন। এই দুইজনের বিরুদ্ধে অভিবাসী আইনভঙ্গ সহ মাদকবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এনওয়াই ডেইলি।