খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: সাকিব-আল হাসানের পর এবার দল পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও ওপেনার তামিম ইকবাল। পিএসএলের খেলোয়াড় ড্রাফটে মুস্তাফিজকে কিনে নিয়েছে লাহোর কালান্দারস। আর ওপেনিং ব্যাটসম্যান তামিমকে ভিরিয়েছে পেশোয়ার জালমি ফ্রাঞ্চাইজি।
সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুস্তাফিজ ঢাকা ডিনামাইটসের হয়ে ১০ ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন । ক্যারিয়ারের শুরুতেই দারুণ সাফল্য পাওয়া মুস্তাফিজকে পিএসএলের লাহোর দল তুলে নেয় প্রথম সুযোগেই। এর একই রাউন্ডে তামিমকে নেয় পেশোয়ার। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে বাঁ হাতি পেসার মুস্তাফিজুর ও বাঁ হাতি ব্যাটসম্যান তামিম পাবেন ৫০ হাজার ডলার করে।