
খোলা বাজার২৪, ২১ ডিসেম্বর ২০১৫ : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির ৫১৫তম সভা ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।
কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, সদস্য আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এব কোম্পানি সচিব মোঃ মোফাজ্জেল হোসেন সভায় অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক এবং সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।