খোলা বাজার২৪, ২১ ডিসেম্বর ২০১৫ : অব্যাহত অগ্রযাত্রার পরিক্রমায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমী গোপালগঞ্জের টুংগীপাড়ায় আজ উদ্বোধন হল এক্সিম ব্যাংকের শততম শাখা। ব্যাংকের এই অর্জনকে উদযাপন করতে আজ (ডিসেম্বর ২১, ২০১৫) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় এক সুধী সমাবেশের। দেশের ব্যাংকিংখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে এই সমাবেশ এক মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে ধাতব মুদ্রা ভর্তি কলস ভেঙে এক্সিম ব্যাংকের শততম শাখার প্রতিকী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, এক্সিম ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, মোঃ নজরুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ ছাড়াও এ সময় শততম শাখা উদ্বোধন উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং ব্যাংকের সাবেক উপদেষ্টা ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।
সমাবেশে এক্সিম ব্যাংকের জন্য শুভ কামনা জানিয়ে অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র আনিসুল হক, পারটেক্স গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ হাসেম এবং পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমানসহ অন্যান্যরা।
সমাবেশে এক্সিম ব্যাংকের এই যাত্রায় সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার বলেন, আপনাদের ঐকান্তিক সহযোগিতা ছাড়া আমাদের এই অর্জন সম্ভব ছিলনা। আজকের এই প্রাপ্তির দিনে আমি মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, যাঁর হাত ধরে এই ব্যাংকের যাত্রা শুরু, তিনিসহ বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক এবং আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দকে এক্সিম ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের এই অগ্রযাত্রার সার্বিক চিত্র তুলে ধরে বলেন, একদিন সব বাঙালিই এক্সিম ব্যাংকের সেবা গ্রহণ করবে বলে আমি স্বপ্ন দেখি।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকবৃন্দসহ, বিশিষ্ট শিল্পপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং এক্সিম ব্যাংকের বিভিন্ন শাখার সম্মানিত গ্রাহকবৃন্দ।