Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: বডি ম্যাসেজের আড়ালে ভারতে চলছে রমরমা দেহ ব্যবসা। খদ্দের সেজে গিয়ে বাগুইআটি থানার চিনার পার্কের একটি ফ্ল্যাটে এই চক্রের হদিস পেল পুলিশ।

ওই ফ্ল্যাট থেকে থেকে ৫ নারী, এক খদ্দের, এক দালাল এবং ফ্ল্যাটের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত কয়েকদিন আগেই তেঘরিয়া এবং বাগুইআটি এলাকায় হানা দিয়ে তিনটি চক্র থেকে ১৩ জন নারীসহ ১৯জনকে গ্রেফতার করেছিল। এই নিয়ে মোট ১৫ দিনে শুধুমাত্র বাগুইআটি থানায় মধুচক্রে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১৮জন মহিলাসহ ২৭জন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাগুইআটি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জায়গায় ফুল বডি ম্যাসাজের বিজ্ঞাপন দেখে ফাঁদ পাতে পুলিশ। সেখানে থাকা নম্বর দেখে ফোন করেন থানার এক পুলিশকর্মী। এরপর তাকে চিনার পার্কে এসে অপেক্ষা করার কথা বলা হয়। সেই মতো বাগুইআটি থানার ওই পুলিশকর্মী সেখানে অপেক্ষা করতে শুরু করে। এরপর ওই ব্যক্তি এসে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। দেখা যায় সেখানে এক খদ্দেরসহ বেশ কয়েকজন মহিলা রয়েছে। এরপরেই পরিকল্পিত ছক মেনে ওই ফ্ল্যাটে হানা দিয়ে হাতেনাতে ৮জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।