Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজশিক্ষকেরা যে সুযোগ-সুবিধা এত দিন পেয়েছেন, তা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এ জন্য কাজ চলছে। আজ মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা যাঁরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছিলেন, তাঁরাও তা পাবেন। এ পর্যায়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় সরকারি কোষাগারে দিতে হবে কি না—এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ টাকা যাতে স্বচ্ছভাবে ব্যয় হয়, এ জন্য আইনে অন্তর্ভুক্ত করা হবে। ওই টাকা সরকারি কাজে চলে আসবে কি না, সেটা আইনে বলা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার গুণগত মান অর্জন করা। গুণগত মান বাড়ছে, কিন্তু যা হওয়ার তা হয়নি। তিনি বলেন, পাঠ্যপুস্তক ছাপার কাজ প্রায় শেষ করা হয়েছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সব মাদ্রাসা জঙ্গি তৈরি করে, তা ঢালাওভাবে বলা ঠিক নয়। কিছু লোক ধর্মকে ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালায়। তা বন্ধ করতে হবে। ধর্ম ব্যবহার করে যেন কেউ তা করতে না পারে, এ জন্য মাদ্রাসাগুলোকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।