খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: ভরষব-(৩)আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির কাছে আফগান-মার্কিন যৌথ সেনা টহল দলের উপর চালানো আত্মঘাতী বোমা হামলায় যুক্তরাষ্ট্রের ছয় সেনা নিহত হয়েছেন।
সোমবার এক আত্মঘাতী মোটরসাইকেল যোগে এসে হামলাটি চালায় বলে জানান কর্মকর্তারা।
তালেবানের দায় স্বীকার করা এ হামলা চলতি বছর যুক্তরাষ্ট্রের সেনাদের উপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।
হামলায় তিন আফগান পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন ঘটনাস্থল পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান।
বাগরাম জেলার গভর্নর আব্দুর শুকুর কুদুসি জানান, আফগান-মার্কিন যৌথ টহল দলের কাছে এসে হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটায়।
এই হামলা ও সাম্প্রতিক বেশ কয়েকটি হামলায় আফগানিস্তানের যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের বিরুদ্ধে তালেবানের বড় ধরনের হামলা চালানোর সামর্থ্য তুলে ধরেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বাগারাম ঘাঁটি পরিদর্শন করে যাওয়ার দুই দিন পরই এ হামলাটি চালানো হল।
সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় কার্টার বলেন, “লড়াইয়ের দায়িত্ব স্থানীয় বাহিনীগুলোর হাতে হস্তান্তরের দীর্ঘদিন পরও আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের সেনারা কতোটা ঝুঁকির মুখে আছে এ হামলা তা বেদনার সঙ্গে স্মরণ করিয়ে দিল।”
একইদিন হেলমান্দ প্রদেশের তালেবান বাহিনীগুলো দক্ষিণাঞ্চলীয় প্রদেশটিতে তাদের অবস্থান সংহত করার পাশাপাশি সানগিন জেলার নিয়ন্ত্রণ নেওয়ার পর্যায়ে ছিল।
গত সপ্তাহেই আফগানিস্তানের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সতর্কতা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) ।
রাজধানী কাবুলের ৪০ কিলোমিটার উত্তরের বাগরাম আফগানিস্তানের রয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সেনাদের অন্যতম প্রধান ঘাঁটি। গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী দেশটি ছেড়ে যাওয়ার পর ৯ হাজার ৮০০ মার্কিন সেনা দেশটিতে রয়ে যায়।