Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: মানব উন্নয়ন সূচকে গতবছরের অবস্থান ধরে রাখতে পারাটাও এক ধরনের উন্নয়ন বলে মনে করছেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক সেলিম জাহান।
বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘মানব উন্নয়নের জন্য কার্যক্রম’ শীর্ষক ওই সেমিনারে মানব উন্নয়ন নিয়ে সদ্য প্রকাশিত জাতিসংঘের হালনাগাদ প্রতিবেদনের বেশ কিছু তথ্য তুলে ধরেন সেলিম জাহান।
প্রতিবেদন অনুযায়ী, মানব উন্নয়ন সূচকে গতবারের তুলনায় পয়েন্ট কিছুটা বাড়লেও ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশ আগের ১৪২তম অবস্থানেই রয়েছে।
সেলিম জাহান বলেন, “আপনি যদি কেবল সূচকের দিকে তাকিয়ে থাকেন তাহলে মনে হবে আমরা বোধহয় নড়ছি না। এটা সঠিক নয়। কেননা, ১৯৯০ সালে মানব উন্নয়নে বাংলাদেশ শূন্য দশমিক ৩৮৬ পয়েন্ট পেয়েছিল। এবছর এসেছে শূন্য দশমিক ৫৭০ পয়েন্ট। এই দিক দিয়ে চিন্তা করলে বলতে হবে, বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে অনেক এগিয়েছে।”
তিনি আরো বলেন, “পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও যদি তুলনা করি তবে দেখা যাবে প্রত্যাশিত গড় আয়ু বাংলাদেশের ৭০ বছর, ভারত ও পাকিস্তানের প্রত্যাশিত গড় আয়ু ৬৬ বছর। তাছাড়া আমরা যদি শিশু মৃত্যুর হারের দিকে তাকাই অনূর্ধ্ব পাঁচ বছরের শিশু মৃত্যর হার বাংলাদেশে ৪৭ এর মতো। ভারতে সেটা ৫২ এবং পাকিস্তানে সেটা ৮৫-এর মতো।”
“ফলে একদম এগোইনি একথা বলা ঠিক হবে না।”
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, “আমরা কেন্দ্রীয় ব্যাংক সব সময়ই টেকসই ব্যাংকিং সেবার কথা বলে আসছি। এজন্য টেকসই উন্নয়ন খাতে ব্যাংকগুলোকে অর্থায়ন করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে উৎসাহ যোগাতে ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।”
সৌর বিদ্যুত, বায়োগ্যাস প্ল্যান্টের মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়নে ব্যাংকগুলোও এগিয়ে এসেছে বলেও জানান তিনি।
সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম, এসকে সুর চৌধুরী, নাজনীন সুলতানা সেমিনারে উপস্থিত ছিলেন।